শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) : ডুমুরিয়ায় ৪২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্নাঢ্যর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুল হাসান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী আব্দুল হাদী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শোভা রানি হালদার,সমবায় কর্মকর্তা জান্নাতুন নেছা,পিডিবি কর্মকর্তা সাবিহা খানম, সমিতির সভাপতি গাজী সেকেন্দার আলী ও ললিতা সরদার প্রমুখ। এর আগে একটির্ যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।