জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে চলনবিল ও বড়াল রক্ষা আন্দোল কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার চাটমোহরস্থ বেসরকারি সংস্থা হারডো কার্যালয়ে এ্যাড. গৌর চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, চলনবিল রক্ষা আন্দোলনের আহবায়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক ডাঃ আঃ মতিন।
আমন্ত্রিত অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ) মোল্লা রেজাউল করিম। সভায় চলনবিল এবং বড়াল রক্ষা আন্দোলনের রিপোট পেশ করেন বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এসএম মিজানুর রহমান।
রিপোর্টের উপর ও আগামীতে করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, নাটোরের রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, শাপলার নির্বাহী পরিচালক আশরাফুজ্জামান, আব্দুল করিম, সন্তোষ রায় চৌধুরী, ডাঃ অঞ্জন ভট্টাচার্য, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এসএম হাবিবুর রহমান, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, রায়গঞ্জের দীপক কুমার কর, জাহাঙ্গীর আলম মধু, সাবেক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, ফরিদপুরের এমএ হাফিজ, চারঘাটের তপন, অলোক মজুমদার প্রমূখ।