বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শহীদ কামাল স্মৃতি ফুটবল টূর্ণামেন্টে অ্যাকটিভ ক্লাব চ্যাম্পিয়ন

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০১৩ ৬:০৯ অপরাহ্ণ

Sherpurস্টাফ রিপোর্টার : শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ৮ম শহীদ কামাল স্মৃৃতি ফুটবল টূর্ণামেন্টে অ্যাকটিভ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় অ্যাকটিভ ক্লাব ৪-১ গোলে সোনার বাংলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে অ্যাকটিভ ক্লাবের পক্ষে সিদ্দিক ২টি, রাজীব ১টি  এবং দ্বিতীয়ার্ধে সোনার বাংলার পক্ষে রবিন ১টি ও অ্যাকটিভ ক্লাবের পক্ষে সোহেল  ১টি গোল করে।
খেলা শেষে শেরপুরের পুলিশ সুপার মো. মেহেদুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এসময় তিনি বলেন, খেলাধূলা মানুষকে বিশেষ করে যুবসমাজকে অপরাধমূলক অনেক কর্মকান্ড থেকেই দূরে রাখে। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের যেমন অগ্রণী ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি সুস্থ দেহ ও সুন্দর জীবন গড়তে খেলাধূলার বিকল্প নেই। তিনি খেলাধূলার চর্চার মাধ্যমে সুন্দর সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ফুটবল পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও শ্যামলবাংলা২৪ডটকম এর সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, শেরপুর পৌরসভার প্যাণেল মেয়র নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল হোসেন কমল, শ্যামলবাংলার বার্তা সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান, দৈনিক মানবজমিন এর জেলা প্রতিনিধি মো. ফরিদুজ্জামান প্রমুখ। পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন শহীদ কামাল স্মৃতি ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম শহীদ।
উল্লেখ্য, এ টূর্ণামেন্টে ১৬ টি টিম অংশগ্রহণ করে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!