মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত: ১০ জন আহত হয়েছেন। ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে বড়লেখা ডিগ্রি কলেজ সামনে ওই ঘটনা ঘটে। আহতরা হচ্ছে ছাত্রশিবির কর্মী রুহুল আমিন (২৯), ফয়সল আহমদ (২৬), মো: আবদুল্লাহ (২৮), সুহেল আহমদ (১৯), জায়েদ আহমদ (২২), ছাত্রলীগের থানা সাংগঠনিক সম্পাদক গৌছ আহমদ (২৫), পথচারি এম নাসির উদ্দিন (৩৫), সুমন মিয়া (৩০), আলী আকবর (২৯) ও সুমন আহমদ (২৭)।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে হরতালের সমর্থনে ডিগ্রি কলেজের সম্মুখে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা পিকেটিং করার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বাঁধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেলিম নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি।