নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : ঝালকাঠিতে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরন করে ধর্ষণের দায়ে ডালিম হাওলাদার (২৩) নামের এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। ২৮ অক্টোবর সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন আইনে দায়েরকৃত মামলায় আসামীর উপস্থিতিতে বিচারক মো. শাহীদুল¬াহ বকাউল ওই আদেশ প্রদান করেন। দন্ডিত ডালিম সদর উপজেলার গরঙ্গা গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের গরঙ্গা গ্রামের হাজেরা খাতুন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী (১৩) কে গত বছরের ১২ নভেম্বর সকালে স্কুলে যাবার পথে ডালিম হাওলাদার ও তার সহযোগিরা অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে ধর্ষণ করে। এ অভিযোগে ছাত্রীর বাবা বাদী হয়ে ডালিমসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ ডালিমসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৬ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামী ডালিমকে সাজা দিয়ে অপর আসামী নাজিম ও নয়নকে খালাসের নির্দেশ দেন। ঝালকাঠি আদালতের সরকারি কৌশুলী আব্দুল মান্নান রসূল বিষয়টি নিশ্চিত করেছেন।