মোঃ খালেদ পারভেজ বখ্শ, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা-বাগানের লক্ষী রানী (১৬) ও তার খালাতো ভাই প্রেমিক ছোট রবী দাস (২০) নামে দুই জনের ঝুঁলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার সকাল ১০টায় গাজীপুর চা-বাগানের টিলা লাইনে লক্ষীরানীর ঘরের তীরের সাথে ঝুঁলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
লক্ষীরানী কুলাউড়া উপজেলার গাজীপুর চা-বাগানের দূর্গাচরণ রবী দাসের মেয়ে ও ছোট রবিদাস কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চা-বাগানের দর্শন রবীদাসের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, লক্ষীরানী ও ছোট রবীদাস প্রেমিক-প্রেমিকা ভোররাতে কোন এক সময় গাজীপুর চা বাগানের টিলা লাইনে লক্ষীরানীর ঘরের তীরের সাথে ঝুলে একসাথে আতœহত্যা করে । খবর পেয়ে পুলিশ সোমবার ১০ টার দিকে প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে প্রেরন করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত লক্ষী রানীর খালাতো ভাই ‘ছোট রবীদাস সে গাজীপুর চা বাগানে খালা বাড়ীতে বছর দেড়েক ধরে বসবাস করতো। প্রেম ঘটিত কারনে তারা আতœহত্যা করেছে। তিনি আরো জানান, নিহত লক্ষীরানী স্থানীয় শাহসুন্দর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ও নিহত ছোট রবীদাস চা-শ্রমিক ।
