শ্যামলবাংলা ডেস্ক : এবার ‘কমার্শিয়াল মিউজিক স্ট্রিমিং সার্ভিস’ স্পটিফাই ডটকমের মত পেইড ভার্সনের মিউজিক সার্ভিস চালু করতে যাচ্ছে অনলাইনে ভিডিও শেয়ারিং পোর্টাল ইউটিউব। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রি ও পেইড এ দুটি ভার্সনে এ বছরেই সাবসক্রিপশন মিউজিক সার্ভিস চালু করবে ইন্টারনেট জায়ান্ট গুগলের মালিকানাধীন ইউটিউব।
‘প্রিমিয়াম অন-ডিমান্ড মিউজিক সার্ভিস’ নামে এ সেবায় স্পটিফাইয়ের মত ইউটিউব ব্যবহারকারীরা বিজ্ঞাপন ছাড়াই গান শুনতে পারবেন। মাসে ১০ ডলারের বিনিময়ে বিজ্ঞাপনহীন গান শোনা যাবে। এ ছাড়া এ সেবায় গান স্মার্টফোনে বা কম্পিউটারে সংরক্ষণ করে রেখে পরে অফলাইনেও শোনা যাবে। ফ্রি ও পেইড দুই ভার্সনের ব্যবহারকারীরাই ইউটিউবে আনলিমিটেড গান শুনতে পারবেন। তবে, কবে নাগাদ এটি চালু করবে তা এখনও জানায়নি গুগল। এ বছরেই গুগল এ সেবা ব্যবহারের সুযোগ করে দিতে পারে বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ও টেলিগ্রাফ তাদের পৃথক প্রতিবেদনে জানিয়েছে।
উল্লেখ্য, স্পটিফাই, ডেজার ও লাস্টডটএফএম ওয়েবসাইটের মাধ্যমে একই ধরনের সাবসক্রিপশন মিউজিক সার্ভিস দিয়ে থাকে।
