মনিবুর রহমান চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) : ১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিনে রবিবার নওগাঁর পত্নীতলায় বিএনপি ও জামায়াত শিবিরের পিকেটারদের সাথে পুলিশের বাকবিতন্ডা ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে।
জানা যায়, দিনের শুরুতেই বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে গিয়ে উপস্থিত হয়। উপস্থিত নেতাকর্মীরা এসময় হাতে লাঠিসোটা নিয়ে সরকার বিরোধী নানা শ্লোগান দিয়ে দোকানপাট বন্ধসহ গাড়ি, রিঙ্া-ভ্যান, মটরসাইকেল না চালাতে নির্দেশ দিতে থাকে। এসময় পুলিশের সাথে তাদের বাকবিতন্ডা হয় এবং একপর্যায়ে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষন পরে পিকেটাররা আবারও একত্রিত হয়ে নজিপুর বাসস্ট্যান্ড এলাকার মার্কেন্টাইল ব্যাংকের নীচে মার্কেটের গলিতে পুলিশের প্রায় ২০ থেকে ২৫ জনকে অবরুদ্ধ করে রাখে। ওই অবস্থায় পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনাস্থলে পৌঁছলে পিকেটাররা তার ওপরও চড়াও হয় এবং তার মাথায় লাঠি দ্বারা আঘাত করলে তার মাথায় হেলমেট থাকায় তিনি বেঁচে যায়।
একপর্যায় সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান ও তার স্ত্রী ওই স্থানে পৌছেন এবং নেতাকর্মীদের বিশৃংখলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে অবরুদ্ধ থাকা পুলিশ সদস্যদের সেখান থেকে উদ্ধার করেন। তবে বিকেলে পিকেটাররা বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি ভটভটি ভাংচুর করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।