লিয়াকত হোছাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) : ইসলামপুরে ১৮ দলের ডাকা ৬০ ঘন্টার হরতালের প্রথম দিন শান্তিপূর্ণভাবে আংশিক পালিত হলেও দেওয়ানগঞ্জে হরতাল সমর্থকদের সাথে সংঘর্ষে এক এসআইসহ ১০ জন আহত হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারীর নেতৃত্বে যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনব্যাপী ইসলামপুরের প্রাণকেন্দ্র থানা মোড়ে, জেলা বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী ও পৌর বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীনের নেতৃত্বে রেল গেইট মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং, টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। এছাড়া ছাত্রদল ইসলামপুর মহাবিদ্যালয় শাখার নেতাকর্মীরা কলেজ মোড়ে টায়ার জ্বালিয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর সড়ক অবরোধ করে রাখে। হরতালের প্রভাব ছড়িয়ে পড়েছিল শহরের বাইরেও ।
