কেশবপুর (যশোর) সংবাদদাতা : কেশবপুরের বিরল প্রজাতির কালোমুখ হনুমান সংরক্ষণে সচেতনতামূলক অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিদ্যা বিভাগ, খুলনা বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ব্রহ্মকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড.মোঃ ফিরোজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম, বিভাগীয় বন্য প্রাণি সংরক্ষণ কর্মকর্তা সাইদুর হাসান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবত্তী। অন্যদের মধ্যে পৌর কাউন্সিলর রোকেয়া বেগম, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফ-উজ-জামান খান , এনজিও প্রতিনিধি মনোরঞ্জন দে, শিক্ষক বজলুর রহমান, নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন ।
