হুমায়ুন কবির মৃধা,সিরাজগঞ্জ : হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনা কবলিত একটি ট্রাক থেকে ১৮শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে ওই ট্রাকটিও। ২৩ অক্টোবর বুধবার সকালে উপজেলার মহাসড়কের ক্ষুদ্র দৌলতপুর এলাকায় ফেন্সিডিলবাহী ট্রাকটি সড়ক দুর্ঘটনার কবলে পড়লে খবর পেয়ে পুলিশ ট্রাকসহ ফেন্সিডিলগুলো উদ্ধার করে।
জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী একটি ট্রাক বুধবার সকাল ৮টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ক্ষুদ্রদৌলতপুর এলাকায় পৌছে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপড়ে উল্টে যায়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে স্থানীয়রা হাটিকুমরুল হাইওয়ে পুলিশকে খবর দেয়। তারা ঘটনাস্থলে পৌছে সড়ক দুর্ঘটনার শিকার ট্রাকটি মহাসড়ক থেকে সড়িয়ে নেবার সময় ফেন্সিডিলের সন্ধান পায়। পরে ওই ট্রাকটি থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৮ টি কার্টুন থেকে মোট ১৮শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। একই সময়ে রায়গঞ্জ থানা পুলিশও ঘটনাস্থলে পৌছলে ওই ট্রাক ও ফেন্সিডিল তাদের নিকট হস্তান্তর করে হাইওয়ে পুলিশ। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ফরিদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
