

পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা দেশবাসী তথা বিশ্ব মুসলীম উম্মার সূখ-শান্তি কামনা করে পৃথক পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বাণীতে বলেন, পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষে আমি দেশবাসী ও মুসলিম উম্মাহ্র সকল ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আয্হা মহান আলাহর প্রতি অপরিসীম আনুগত্যের অনুপম নিদর্শন। মহান আলাহর নির্দেশে হযরত ইব্রাহীম (আঃ) প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কোরবানি করতে উদ্যত হয়ে আলাহর প্রতি যে আনুগত্য ও ভক্তি প্রদর্শন করেছেন তা অতুলনীয়। সমগ্র বিশ্ববাসীর কাছে এ ত্যাগ চির সমুজ্জ্বল ও অনুকরণীয় হয়ে থাকবে। একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ বিনির্মাণে ধৈর্য ও সহনশীলতা অপরিহার্য। পবিত্র ঈদ-উল-আয্হার মহান আদর্শ ও শিাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। পবিত্র ঈদ-উল-আয্হা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস। ঈদ-উল-আয্হা সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর হোক।
প্রধানমন্ত্রী
]ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে বলেন, প্রিয়বস্তুকে মহান আলাহর উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আঃ) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে প্রকারান্তরে সকলের মধ্যে সমতা প্রতিবিধান এবং সহমর্মিতা অনুশীলন করে থাকেন। তিনি বাণীতে পবিত্র ঈদ-উল-আয্হার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকান্ডে অংশ নিয়ে বিভেদ-বৈষম্যহীন এক সুখী-সমৃদ্ধ শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
বেগম খালেদা জিয়া
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক বাণীতে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেন, স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করাই কোরবানির প্রধান শিা।
তবে দেশের বর্তমান অবস্থায় সবার পে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না বলেও মনে করেন বিএনপি প্রধান।
তারপরও ঈদুল আজহা সবার জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক- এই প্রত্যাশা জানিয়েছেন তিনি।
পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য দেশের সব বিত্তবান ও সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।
