এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারী জেলার ৬টি উপজেলা ও ৪টি পৌরসভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১ লাখ ৭৭ হাজার ভিজিএফ কার্ডের বিপরীতে ১৭৬৯.৬৪০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেয়া হয়েছে। এসব বরাদ্দ চাল ঈদের আগেই অগ্রাধিকার তালিকা অনুযায়ী বিতরণ করা হবে বলে জানা গেছে।
জেলা ত্রাণ ও পূণর্বাসন কার্যালয় সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় জেলার ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নে ২৭ হাজার ৫৯২টি ভিজিএফ কার্ডের বিপরীতে ২৭৫.৯২০ মেট্রক টন, ডোমার উপজেলার ১০টি ইউনিয়নে ২৪ হাজার ৩৮৪টি কার্ডের বিপরীতে ২৪৩.৮৪০ মেট্রিক টন, জলঢাকা উপজেলার ১১ট ইউনিয়নে ২৯ হাজার ৫৮৩টি কার্ডের বিপরীতে ২৯৫.৮৩০ মেট্রিক টন, কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ২৫ হাজার ৯৩৪টি কার্ডের বিপরীতে ২৫৯.৩৪০ মেট্রিক টন, নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ৩৪ হাজার ১৩৭টি কার্ডের বিপরীতে ৩৪১.৩৭০ মেট্রিক টন, সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে ২১ হাজার ৪৭১টি কার্ডের বিপরীতে ২১৪.৭১০ মেট্রক টন, ডোমার পৌরসভায় ১ হাজার ৫৪০টি কার্ডের বিপরীতে ১৫.৪০০ মেট্রিক টন, নীলফামারী পৌরসভায় ৪ হাজার ৬২১টি কার্ডের বিপরীতে ৪৬.২১০ মেট্রিক টন, সৈয়দপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডের বিপরীতে ৪৬.২১০ মেট্রিক টন ও জলঢাকা পৌরসভায় ৩ হাজার ৮১টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৩০.৮১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।