এস.গুলবাগী, বগুড়া : বিশিষ্ট কবি এ কে আজাদকে সভাপতি এবং সাংবাদিক, ছড়াকার মোস্তফা মোঘলকে সাধারন সম্পাদক করে বগুড়া লেখক ফোরামের পরিচালনা কমিটি পূনর্গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ৩জন কলামিষ্ট মাষ্টার নজরুল ইসলাম, সাংবাদিক আবুল কাসেম আমিন ও কবি ড. রফিক রইচ, সহ-সাধারণ সম্পাদক দু’জন কবি প্রতীক ওমর ও কবি রুহুল আমিন, সেমিনার সম্পাদক ডা. মাহমুদুন্নবী শামীম, অর্থ সম্পাদক কবি সেলিম এমরাজ, অফিস সম্পাদক কবি শাহ আলম সোহান, ম্যাগাজিন সম্পাদক কবি সাদিক স্বপন, ক্রীড়া সম্পাদক কবি শরীফ সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি রাশেদ খন্দকার, নির্বাহী সদস্য কবি সেকান্দার আলী ও কবি জাহিদ হাসান।
এ উপলক্ষ্যে ১১ অক্টোবর শুক্রবার সকালে শহরের ছহির উদ্দিন মার্কেটের চতুর্থ তলায় তেজারা মিডিয়া সেন্টারে লেখক আড্ডা অনুষ্ঠিত হয়। কবি এ কে আজাদের সভাপতিত্বে আড্ডায় প্রধান অতিথি ছিলেন বগুড়া সংস্কৃতিকেন্দ্রের সভাপতি সৈয়দ মোস্তফা কামাল। বক্তব্য রাখেন সাংবাদিক, কলামিষ্ট আবুল কাসেম আমিন, মোস্তফা মোঘল, কবি শাহ আলম সোহান, কবি রুহুল আমিন, ডাঃ মাহমুদুন্নবী শামীম, কবি সাদিক স্বপন, কবি সেকান্দার আলী, কবি জাহিদ হাসান, কবি সেলিম এমরাজ, কবি রাশেদ খন্দকার, কবি আবু বকর ও কবি মোস্তাফিজ। সভায় সর্বসম্মতভাবে বগুড়া লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদন করা হয়।
