মেহের আমজাদ, মেহেরপুর : শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে মেহেরপুরে শিশু সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ শিশু একাডেমি মেহেরপুরের আয়োজনে এবং সেভ দি চিলড্রেনের সহযোগিতায় ৭ অক্টোবর সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশ ও মত বিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, মেহেরপুর গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানউল্লাহ, সেভ দি চিলড্রেন মেহেরপুরের সিনিয়র ব্যবস্থাপক ফারুক হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিক প্রমুখ। এর আগে শিশুদের সমন্বয়ে একটি র্যালি বের করা হয়।
