আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে পাখি শিহার করার সময় পুলিশ একটি ইয়ারগান সহ ৩ যুবককে গ্রেফতার ও তাদের নিকট থেকে শিকার করা একটি বক ও একটি ঘুঘু পাখি উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতরা হলো নওগাঁ সদরের শালুকা দনিপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র শাহীনুর রহমান (১৯), হানিফ উদ্দীনের পুত্র আরিফুজ্জামান (২০) ও কবির উদ্দীনের পুত্র রনি (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকারী নিয়ম উপো করে ৫ অক্টোবর শনিবার বিকেলে আদমদীঘির মাঝিপাড়া চড়কতলা নামক স্থানে অবৈধ ভাবে পাখি শিকারের সময় এস আই মনিরুল ইসলাম ফোর্স সহ ওই ৩ যুবককে গ্রেফতার করেন।
