কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৪ হাজার ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর শুক্রবার সদর ইউনয়নের কচুবনিয়া এলাকায় এক অভিযানে ওই ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, কচুবনিয়া এলাকার আবুল হোছনের ছেলে আব্দুল হাফিজ (৩০) ও মৌলভীপাড়ার জালাল আহমদের ছেলে শামসুল আলম (৩০)।
টেকনাফ থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, মোটরসাইকেল আরোহী ২ জনের কাছ থেকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
