স্টাফ রিপোর্টার : শেরপুরে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী গৃহবধূ আশা বেগম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে নিউমার্কেট মোড়ে মানববন্ধন করে নিহতের পরিবার, এলাকাবাসী ও শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।
জানা যায়, রবিবার দুপুরে পৌর শহরের মীরগঞ্জ এলাকার আতোয়ার তালুকদারের মেয়ে গৃহবধূ আশা বেগমকে ৩ বছরের সন্তান রেখে স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসীর চাপে গুরুতর অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় স্বামী জীবন মিয়া। এর ঘন্টাখানেক পর মারা যায় আশা। ওই ঘটনায় আশার স্বামী জীবন, শ্বশুর সুরুজ্জামান ও শ্বাশুড়ি হামেদা বেগমসহ অজ্ঞাত ৩/৪জনকে আসামী করে সোমবার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
