শ্যামলবাংলা ডেস্ক : আততায়ীর গুলিতে নিহত হয়েছেন আফগানিস্তানের নির্বাচন কমিশনার আমানুল্লাহ্ আমান। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায় কুন্দুজ প্রদেশে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে।
তাৎক্ষণিকভাবে কেউ এ হত্যার দায় স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী তালেবান এ হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। দেশটিতে ২০১৪ সালের এপ্রিলে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে।
