শ্যামলবাংলা স্পোর্টস : ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ নিশ্চিত করল আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়েকে ২-৫ গোলে উড়িয়ে দিয়ে ব্রাজিলের টিকিট পেল আর্জেন্টিনা।
আসুনসিয়নে মেসির পেনাল্টি থেকে ১১ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ৬ মিনিটের ব্যবধানে প্যারাগুয়ের অ্যারিয়েল নুনেজ সমতায় ফেরান দলকে। সার্জিও আগুয়েরোর গোলে ২-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ২ মিনিটের ব্যবধানে অ্যাঞ্জেলা ডি মারিয়া ও মেসির গোলে জয় নিশ্চিত হয় তাদের। খেলা শেষ হওয়ার ৪ মিনিট থাকতে রক সান্তা ক্রুজের একটি গোলে ব্যবধান কমে। তবে শেষ মুহূর্তে আর্জেন্টাইনরা আরও ব্যবধান বাড়ায় ম্যাক্সি রদ্রিগেজের পঞ্চম গোলে।
এদিকে দুই ম্যাচ হাতে রেখে ২৯ পয়েন্টে বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা। ৩ পয়েন্ট পেছনে থেকে ২ নম্বরে কলম্বিয়া। সমান ম্যাচে ২২ পয়েন্টে ৫ নম্বরে প্লে অফের আশা টিকিয়ে রেখেছে উরুগুয়ে। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইকুয়েডর।