ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে ৭ সেপ্টেম্বর শনিবার।
এ উপলক্ষ্যে কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চান। কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
