শ্যামলবাংলা ডেস্ক : বকেয়া বেতন-ভাতার দাবিতে আবারও ফুসে উঠেছে গার্মেন্টস শ্রমিকরা। ২৫ আগস্ট রবিবার সকালে রাজধানীর মিরপুর শেওড়া পাড়া, কুড়িল বিশ্বরোড ও আর্মি গলফ ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জানা যায়, সকালে ৫টি কারখানার কয়েক হাজার শ্রমিক তাদের বকেয়া বেতনের দাবিতে ওই এলাকায় জড়ো রাস্তা অবরোধ করে আন্দোলন করতে থাকে। ওইসময় পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। ওই ঘটনায় বিমানবন্দর-রামপুরা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শ্রমিকদের আন্দোলন নিরসনের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
