স্টাফ রিপোর্টার : অগ্রনী ব্যাংক লিমিটেড শেরপুর ও জামালপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন ১৯ আগস্ট সোমবার শেরপুর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক মুক্তিযোদ্ধা মোবারক হোসেন।
এ সম্মেলন অগ্রনী ব্যাংকের শেরপুর ও জামালপুর অঞ্চলের শাখাগুলোর আমানত বৃদ্ধি, খেলাপি ও অবলোকনকৃত ঋণ আদায় করে লাভের পরিমাণ বাড়ানো এবং এসএমই ও কৃষি খাতে স্বচ্ছতার সাথে সুষ্ঠুভাবে ঋণ বিতরনের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন তার বক্তব্যে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় শেরপুর অঞ্চলে ব্যাংকের গ্রাহক এবং বাগান করতে আগ্রহীদের মধ্যে বিনামুল্যে ১৩ হাজার বৃক্ষরোপন করার কথা জানান। এতে পরিবেশের সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জন করা সহজ হবে। সম্মেলনে স্বাগত বক্তব্যে অগ্রনী ব্যাংক লিমিটেড শেরপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সুরঞ্জন কুমার রায় শেরপুর অঞ্চলে ৬ টি শাখার পাশাপাশি আরও ৩ টি নতুন শাখা খোলার প্রস্তাব করেন। তিনি জানান, শেরপুর অঞ্চলে অগ্রনী ব্যাংকের গ্রাহকদের মোট আমানতের পরিমাণ ৭২ কোটি টাকা। চলতি অর্থবছরে এ অঞ্চলে লাভের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা। এবছর ৩৪ লাখ টাকা লাভ হয়েছে। এখনও দেড় কোটি টাকা অবলোকনকৃত ঋণ রয়েছে। এসব অবলোকনকৃত ঋণ ও খেলাপি ঋণ তুলতে পারলে কাংখিত লভ্যাংশ অর্জন করা অসম্ভব কিছু নয়।
শেরপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সুরঞ্জন কুমার রায়-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মিসেস আক্তারুন নেছা। এতে এ দু’টি অঞ্চলের ২০ টি শাখার ব্যবস্থাপক ও সিবিএ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
