শ্যামলবাংলা ডেস্ক : জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত: ১৮ জন আহত হয়েছে। ১৪ আগস্ট বুধবার সকালে উপজেলার ফয়েজগঞ্জে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, জামায়াত-শিবির কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছাত্রলীগের ১২ জন ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মাছুমসহ ৬ জন আহত হয়। পুলিশ সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
