স্টাফ রিপোর্টার : এবারের আলিম পরীক্ষায় শেরপুর ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসা এবারও সাফল্য অর্জন করেছে। মাদ্রাসাটি এবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৯তম স্থান অর্জন করেছে। এ মাদ্রাসা থেকে মোট ১শ ১৬ জন পরীক্ষা দিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৮জন জিপিএ ৫ পেয়েছে। ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান বলেন, এবার শেরপুর জেলার মধ্যেও প্রথম স্থান অধিকার করেছে। এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক, সফল পরীক্ষার্থী ও পরীক্ষার্থীদের অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার প্রাতষ্ঠাতা শিল্পপতি আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া ও বাংলাদেশ জমিয়াতুল মোদর্রেছীন, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন অভিনন্দন জানিয়েছেন।
