শ্যামলবাংলা ডেস্ক : গাজীপুরে সদর উপজেলার কোনাবাড়ি আমবাগ এলাকায় অবস্থিত এমএম নিটওয়্যার কারখানার গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ১৯ জুলাই শুক্রবার সকালে ওই ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটসহ কালিয়াকৈর, ইপিজেড ও টঙ্গি ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট অব্যাহত প্রচেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কারখানার সিনিয়র জেনারেল ম্যানেজার নূরুল ইসলাম জানান, শুক্রবার কারখানা বন্ধ থাকায় কারখানার নিরাপত্তা কর্মী ছাড়া অন্য কোন কোন শ্রমিক ছিল না। কারখানার নিরাপত্তা কর্মী আগুন দেখে উক্ত কারখানার একজন উর্ধ্বতন কর্মকতাকে খবর দেয়। ওই কর্মকর্তা খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসসহ আশেপাশের স্টেশনগুলোকে জানান।
জয়দেবপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আমবাগ এলাকার এমএম নিটওয়্যার কারখানার অষ্টম তলায় গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত গুদামের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ায় এমএম নিটওয়্যার কারখানার মালামাল আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।
