হঠাৎ করে মুক্তির মিছিলে যোগ হয়েছে দুটি ছবি—‘সাইলেন্স’ ও ‘মন বোঝে না’। ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি দুটি। পরিচালনায় ইমন সাহা ও আয়েশা সিদ্দিকা। ‘সাইলেন্স’ ছবিতে অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা ও ইন্তেখাব দিনার।

‘মন বোঝে না’তে অভিনয় করেছেন আরিফিন শুভ ও তমা মির্জা। ২০১৩ সালে পরিচালক সোহানুর রহমান সোহান ‘লাভলী : মন বোঝে না’ নামে একটি ছবির কাজ শুরু করেছিলেন, সেখানে চুক্তিবদ্ধ ছিলেন আরিফিন শুভ এবং তমা মির্জা। এটি ছিল প্রযোজনা প্রতিষ্ঠান দ্য রেইন পিকচার্সের প্রথম সিনেমা। শুটিং শুরু হয়েছিল শ্রীলঙ্কাতে। তবে শুটিং শুরুর আগেই প্রযোজকের সঙ্গে দ্বন্দ্বের কারণে পরিচালক সোহান সিনেমাটি ছেড়ে দেন। এরপর প্রযোজকের দায়িত্বে থাকা ফয়েজুল ইসলাম শাহিন নিজেই আউটডোরে চিত্রপরিচালক ও চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেন। দেশে ফিরে ছবির কাজ শেষ করার দায়িত্ব পান শাহাদাৎ হোসেন লিটন, যিনি বিরতি দিয়ে বেশ কয়েক দফায় সিনেমাটির কাজ সম্পন্ন করেন। এবার দীর্ঘ ১২ বছর পর নতুন নামে মুক্তি পেতে চলেছে ছবিটি।
শুধু নাম নয়, পাল্টে গেছে প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালকও। নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং পরিচালকের আসনে রয়েছেন আয়েশা সিদ্দিকা। এখন নাম রাখা হয়েছে ‘মন বোঝে না’।

অন্যদিকে ‘সাইলেন্স’ জনপ্রিয় সংগীত পরিচালক ইমন সাহার নির্মাতা হিসেবে প্রথম ছবি। শুরুতে ওয়েব ছবি হিসেবে শুটিং শুরু করলেও পরে চিত্রনাট্যে পরিবর্তন এনে পূর্ণদৈর্ঘ্য ছবি হিসেবে নির্মাণ করেছেন তিনি।




