শেরপুরের নালিতাবাড়ীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌফিক আহমেদ।

ওইসময় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, এসডিএফের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. আহমেদ তকি, জেলা ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও এসডিএফের উপকারভোগী নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন।

