শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। ৩০ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মারজিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৩৪ জনকে স্বনামে এবং অজ্ঞাতনামা আরো চার/পাঁচশ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান। তবে মামলায় কে কে আসামি সেটি তাৎক্ষণিক জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। তবে মামলায় বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতাসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। পুলিশের একটি সূত্রও মামলার তথ্যটি নিশ্চিত করেছে।
এদিকে জামায়াত নেতা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে শেরপুর জেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় জেলা জামায়াতের উদ্যোগে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা শহরের মাইসাহেবা মসজিদের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি গেইটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা রেজাউল করিমের হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হলে জেলার সকল কার্যক্রম অচল করে দেওয়ার আলটিমেটাম দেন।



