শেরপুরে বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে শহরের বাগরাকসাস্থ শেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল হাসানের আয়োজনে এ দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মনিসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন বাগরাকসা মহল্লার শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।




