তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে শেরপুরে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সোমবার জেলা তথ্য অফিসের উদ্যোগে স্থানীয় ডা. সেকান্দর আলী কলেজ মিলনায়তনে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

ওইসময় তিনি বলেন, তারুণ্যনির্ভর দেশ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকার গুরুত্ব অপরিসীম। এজন্য তাদেরকে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।
ডা. সেকান্দর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামছুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাইমোনুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের।

অনুষ্ঠানে ডা. সেকান্দর আলী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




