শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পর্যায়ে কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ। ২৮ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওইসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

নবাগত ইউএনও মনীষা আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা জামায়াতের আমীর আজহারুল ইসলাম মিস্টার, ইসলামী আন্দোলনের শ্রীবরদী উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, কুড়িকাহনীয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান নুন, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির বাবু, মাসুদুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা, উপজেলা পরিষদের মাসিক সভা, উপজেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স ও সমন্বয় কমিটি, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এবং মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।




