মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে ১৪৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। ২৬ মার্চ শুক্রবার সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।
বক্তারা রাজাকার, সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলায় একাত্তরের বীর শহীদদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন, আলোচনা, কুচকাওয়াজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা ধরনের কর্মসূচি পালিত হয়েছে।
