ads

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২ ॥ বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২০ ১২:০৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বনভোজন ফেরত বাস চাপায় ভ্যানচালকসহ ২ জন নিহত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার রাত পৌণে ৮টার দিকে সদর উপজেলার কুসুমহাটি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সদর উপজেলার ছয়ঘড়িপাড়া গ্রামের মৃত সাবর আলীর ছেলে ভ্যানচালক হালিম উদ্দিন (৪৫) ও একই গ্রামের মৃত এমাজউদ্দিন মিস্ত্রির ছেলে কাসেম মিয়া (৩৫)। এদিকে ওই ঘটনায় উত্তেজিত স্থানীয় জনতা বাসটিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

Shamol Bangla Ads

পুুলিশ ও এলাকাবাসী জানায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুল থেকে শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রে বনভোজনে আসা একটি বাস ফেরার পথে সদর উপজেলার কুসুমহাটি এলাকার রোজবার্গ অটো রাইস মিলের সামনে পৌঁছলে পেছন থেকে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দুইজন নিহত হয়। এতে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে ওই ঘটনায় শেরপুর-জামালপুর সড়কে যান চলাচল প্রায় ঘন্টাব্যাপি বন্ধ থাকলেও পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!