নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বসতবাড়ির আঙ্গিনায় সবজি ও মসলা চাষে কৃষাণীদের উদ্বুদ্ধকরতে বিনামূল্যে পেঁয়াজের কন্দ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ আয়োজনে উপজেলার বানেশ^রদী ইউনিয়ন চত্ত্বরে ৫০ জন কৃষাণীর মাঝে ওই পেঁয়াজ কন্দ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।
বানেশ^রদী ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বতের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস। ওইসময় তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষাণীরা উপস্থিত ছিলেন।
