শ্যামলবাংলা ডেস্ক : আগের ম্যাচে দল জিতলেও এক রানের জন্য সেঞ্চুরির আক্ষেপে পুড়তে হয়েছে মাহমুদুল হাসান জয়কে। তবে তৃতীয় ওয়ানডে সেই আক্ষেপ করতে হয়নি তাকে। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ জয়ী ম্যাচে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন জয়।
নিউজিল্যান্ডের লিঙ্কনে আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২২৪ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাহমুদুলের সেঞ্চুরিতে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশি যুবারা।

দলের হয়ে ওয়ানডাউনে নেমে ১০৩ রানে অপরাজিত ছিলেন মাহমুদুল। ৯৫ বল খেলে ১৬ চার ও ১ ছক্কায় এ ইনিংসটি খেলেন তিনি। তার সঙ্গে আজ হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার তানজিদ হাসান ও তৌহিদ হৃদয়। তাদের দাপুটে পারফরম্যান্সে ৫ ম্যাচ ওয়ানডেতে ৩-০ ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
