শেরপুর প্রতিনিধি : বাংলাদেশ সরকারের নির্দেশনায় শেরপুরে আগামী ১৭-১৮ জানুয়ারী শেরপুর সরকারী কলেজ চত্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬ । ইতিমধ্যে শেরপুর জেলা প্রশাসন এ মেলা সফল ভাবে সম্পন্ন করার যাবতিয় প্রস্তুতি শেষ করেছে ।

শেরপুর সদর আসনের সাংসদ ও মহান জাতীয় সংসদের হুইপ মো: আতিউর রহমান আতিক এ মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করবেন বলে প্রেস ব্রিফিং এ নিশ্চিত করেছেন মেলার আয়োজক জেলা প্রশাসন ।
মেলায় ৪টি পেভিলিয়নে ৩৬টি স্টলে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহন করবে বলে জানা গেছে। এর মধ্যে ই-কর্মাস পেভিলিয়নে দেশের স্বনামধন্য ই-কর্মাস প্রতিষ্ঠানের সাথে সাথে শেরপুরের একমাত্র অনলাইন ভিত্তিক দোকান “শেরপুর বাজার ডটকম” অংশ গ্রহন করছে নানা আয়োজনের মধ্য দিয়ে ।

এ ব্যাপারে শেরপুর বাজার ডটকমের প্রধান নির্বাহী ও এস এ টিভির শেরপুর প্রতিনিধি প্রভাষক মহিউদ্দিন সোহেল জানান, প্রযুক্তি যখন আমাদের হাতের নাগালে তখন গারো পাহাড়ের পাদদেশ থেকে আমরাও পিছিয়ে থাকতে রাজি নই । তাই আমাদের এ যাত্রা । মেলায় আমাদের থাকবে নানা আয়োজন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আমাদের স্টলে আসা সকল ভিজিটর বিনা মূল্যে পাবেন একটি কুপন যা লটারীর মাধ্যমে তিনজন পাবেন আকর্ষনীয় পুরুষ্কার এবং মেলা প্রাঙ্গনে তোলা যেকোন ছবি আমাদের ফেসবুকপেজ এ পোস্ট করে সর্বোচ্চ লাইক অর্জনকারী তিনজন পাবেন ভাল মানের পুরুষ্কার ।
এছাড়াও মেলায় ৫০০ টাকা ছাড়ে গ্রামীন ফোন মডেম ৯৯০ টাকায় , ৩০০ টাকা ছাড়ে এপ্যাচার ৩২ জিবি পেনড্রাইভ মাত্র ৮৫০ টাকায়, ছাত্র ছাত্রীদের জন্য খুব চমৎকার একটি টেবিল ল্যাম্প ১৫০ টাকায়, সিম চালিত টেলিফোন সেট (সব সিম চলে ) ৭০০ টাকা ছাড়ে মাত্র ২৩০০ টাকায় , শেরপুর জেলার ইতিহাস ঐতিহ্য বিষয়ক দুটি ম্যাগাজিন ‘শেরপুর টাইমস বিশেষ প্রিন্ট সংখ্যা মাত্র ৫০ টাকায় , ইলেক্ট্রিক মশা নিধন যন্ত্র মাত্র ৩৫০ টাকায় ,শিক্ষামূলক থ্রিডি মুভি ও থ্রিডি সানগ্লাস মাত্র ১০০ টাকায়,ছোট শিশুদের শিক্ষামূলক রূপকথার গল্প বিষয়ক সিডি মাত্র ৫০ টাকায় , বিসিএস সহ নানা প্রতিযেগিতা মূলক পরিক্ষায় অংশ গ্রহনের জন্য বিশেষ টিউটোরিয়াল সিডি , ওয়েব ডিজাইন শেখার জন্য ২ শতাধিক ভিডিও টিউটোরিয়াল মাত্র ২০০ টাকায়, ব্রান্ডেড টি শার্ট, অটোমেটিক টুথপেস্ট ডিসপেন্সার, সেলফি স্ট্রিক, সেলফি এলইডি লাইড, পাওয়ার ব্যাংক, ভেজিটেবল চুপার সহ মেলা চলাকালিন আমাদের ওয়েব সাইটে যেকোন পণ্য অর্ডার করে সফল ভাবে সম্পন্ন করলে ২০১৬ সাল যেকোন পন্যে সারা বছর জুড়েই সেই সকল গ্রাহক পাবেন ১০% মূল্য ছাড় ।
