নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রকৃচি, বিসিএস ২৬ ক্যাডার, নন ক্যাডার, ফাংশনাল সার্ভিস, উপজেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ এর ব্যানারে ২ ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করে। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মুখে বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, ৮ম জাতীয় বেতন স্কেল ২০১৫ গত ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশ গেজেট আকারে প্রকাশিত হয়। এ বেতন স্কেলে ক্যাডার ও নন ক্যাডার বৈষম্য চরমভাবে পরিলতি হয়। পাশাপাশি টাইমস্কেল ও সিলেকশন স্কেল বাদ দেওয়া হয়। এতে করে সরকারি চাকুরিজীবীরা তুলনামূলক ভাবে আর্থিক তির সম্মুখিন হবে। জাতীয় বেতন স্কেল ২০১৫ তে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের জন্য এবং আন্ত: ক্যাডার, ক্যাডার-নন ক্যাডার বৈষম্য দূর করার জন্য সারাদেশ ব্যাপী উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রিয় ভাবে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ১২ জানুয়ারি, ২০১৬ থেকে প্রতিদিন ২ ঘন্টা কর্মবিরতি পালন করছে। প্রতিকী এ প্রতিবাদ চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।