স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা সদর হাসপাতালকে ৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোঃ হাফেজ ও জেলা বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, পৌর প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি, জেলা রেড ক্রিসেন্টের সভাপতি খন্দকার নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা ইউনিয়ন চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডাঃ এটিএম মামুন জোশ, জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনি, সাবেক সভাপতি আনোয়ারুল হাসান উৎপল প্রমুখ।
উল্লেখ্য, ১৯৮৪ সালে শেরপুর জেলায় উন্নীত হলেও হাসপাতালটি ছিল ৫০ শয্যার। দীর্ঘদিন পর তা ১০০ শয্যায় উন্নীত হলেও রাজস্ব খাতে ছিল ৫০ শয্যাই। বর্তমানে ২৫০ শয্যায় উন্নীত ভবনের প্রথম ধাপে ৭ তলা নির্মাণে ব্যয় হবে ২৯ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে গণপূর্ত বিভাগ।




