চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: ‘সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার সারা দেশের ন্যায় রাজশাহীর চারঘাটে পালিত হয়েছে ৪৪তম জাতীয় সমবায় দিবস । দিবসের কর্মসুচি মোতাবেক উপজেলার বিভিন্ন সমবায়ীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদের নেতৃত্বে একটি র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। পরে উপজেলা বিআরডিবি এর হলরুমে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের উপস্থাপনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচ+না সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার সুনীল কুমার সরকার, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নিবারন চন্দ্র বর্মন, পল্লী উন্নয়ন অফিসার জয়ন্তি রানী সরকার, চারঘাট পৌর আ”লীগের সাধারন সম্পাদক একরামুল হক, চারঘাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।