শ্যামলবাংলা ডেস্ক : মার্ক জুকারবার্গ ফেসবুকে ‘আনলাইক’ বাটনের ন্যায় কিছু যোগ করার কথা বলেছিলেন এক বছরও হয়নি। এরই মধ্যে লাইকের বিপরীতে ‘ডিসলাইক’ অপশন যুক্ত করার ঘোষণা দিলেন সামাজিক যোগাযোগ সাইটটির প্রতিষ্ঠাতা।
‘ডিসলাইক’ অপশন না থাকায় এতদিন ফেসবুক ব্যবহারকারীদের কোনও পোস্ট, মন্তব্য বা শেয়ার পছন্দ না হলে অন্যরা মন্তব্য করে নিজেদের অনুভূতি প্রকাশ করতেন। তাই ‘ডিসলাইক’ অপশন নিয়ে বেশ আগে থেকেই চিন্তুা-ভাবনা করছিল ফেসবুক কর্তৃপক্ষ। অবশেষে সেই আসছে কাঙ্ক্ষিত সেই ‘ডিসলাইক’ অপশন। ফলে কোনো পোস্ট, ছবি বা মন্তব্য ভাল না লাগলে ‘লাইক’ অপশনের মতোই ‘ডিসলাইক’ বাটনে ‘ক্লিক’ করে জানাতে পারবেন নিজের ভালো না লাগার বিষয়টি। ‘ডিসলাইক’ অপশনটি শিগগিরই চালু হচ্ছে বলে নিশ্চিত করেছে ফেসবুক।
মঙ্গলবার ফেসবুকের প্রতিষ্ঠাতা নিজেই এমন তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমটির সদরদফতরে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে মার্ক জুকারবার্গ বলেন, ‘অনুভূতি প্রকাশের একটি মাধ্যম হিসেবে ‘ডিসলাইক’ অপশন চালু করা হচ্ছে। খুব শিগগিরই ব্যবহারকারীরা নিজেরাই যাতে এটি প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে কর্তৃপক্ষ অনেকটাই তৈরি।
৩১ বছর বয়সী জুকারবার্গ বলেন, ‘ফেসবুকে ডিসলাইক অপশন যোগ করার দাবিটি বেশ পুরনো। আজ একটি বিশেষ দিন কারণ আজ আমি নিশ্চিত করে জানাতে পারছি যে, এই বিষয়ে আমরা কাজ করছি। শিগগিরই এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে।’
উল্লেখ্য, ২০০৯ সালে ফেসবুকে ‘লাইক’ অপশন চালু হয়। এরপর থেকেই ব্যবহারীদের পক্ষ থেকে ‘ডিসলাইক’ অপশন চালুর অনুরোধ করা হচ্ছিল। সূত্র: বিবিসি




