বালিয়াডাঙ্গী (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জগদল সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ী গোলাম হোসেন (২৮)কে ধরে নিয়ে গেছে বিএসএফ। ১৪ জানুয়ারী বুধবার ভোর ৪টার দিকে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে সীমান্তের ৩৭৪/১ পিলারের ওপারে ২শ গজ ভেতরে ভারতীয় এলাকায় অনুপ্রবেশের অপরাধে ১শ ২১ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের বিএসএফ টহল দল তাকে ধরে ফেলে। সে উপজেলার খেরবাড়ি গ্রামের শের আলীর ছেলে।

ঠাকুরগাঁও-৩০ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল তুষার বিন ইউনুস জানান, আটকের প্রতিবাদ করে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। গোলাম হোসেনকে ফেরত চেয়ে আমরা পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি।
এদিকে গতরাতে ঠাকুরগাও ৩০ বিজিবি ভারত থেকে অবৈধ পথে আসা এক ট্রাক গরু আটক করেছে।
