নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল আজ ১২ জানুয়ারী সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত এ কাউন্সিলকে ঘিরে রয়েছে বিশাল আয়োজন। ইতোমধ্যে পোষ্টার, ব্যানার, ফেষ্টুন আর তোরণে ছেয়ে গেছে শহরের প্রধান প্রধান পয়েন্ট। কালিয়াকে সাজানো হয়েছে নতুন রুপে। শহরের প্রধান পয়েন্টে ২ কি.মি. রাস্তা জুড়ে দু’পাশে শোভা পাচ্ছে রং বেরঙ্গের পতাকা।
কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করবেন নড়াইল জেলা আ’লীগের সভাপতি বাবু সুভাষ চন্দ্র বোস। প্রধান অতিথির বক্তৃতা করবেন বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক এম.পি. এবং সভাপতিত্ব করবেন উপজেলা আ’লীগের সভাপতি মোল্যা ইমদাদুল হক।
সভাপতি পদে ৪ ও সাধারণ সম্পাদক পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সভাপতি পদে প্রবীণ নেতা শেখ সৈয়দ, রহমান মোল্যা, এস.এম. হারুনর রশীদ, মোল্যা ইমদাদুল হক এবং সাধারণ সম্পাদক পদে মোঃ ওয়াহিদুজ্জামান হীরা, ফিরোজ আহমেদ হীরু, কৃষ্ণ পদ ঘোষ, মোঃ মোস্তফা কামাল ও লিকু শিকদার রয়েছেন। কালিয়া উপজেলা দু’টি থানা নিয়ে গঠিত হলেও আ’লীগের এ উপজেলা ইউনিটটি শুধুমাত্র কালিয়া থানাধীন ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত। মোট কাউন্সিলর সংখ্যা ২০৪জন। প্রার্থীরা নিজ নিজ উত্তাপ ছড়ানোর জন্য ব্যাপক শোডাউন চালিয়ে গেলেও কাউন্সিলে ক্ষমতাসীনদের হস্তক্ষেপের আশঙ্কা করছেন অসংখ্য নেতাকর্মী। অপরদিকে গণতান্ত্রীক প্রক্রিয়ায় সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের দাবি জানিয়েছেন সকল প্রার্থী এবং অধিকাংশ কাউন্সিলর।
