ads

মঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০১৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বড়পুকুরিয়া খনি থেকে কয়লা সরবরাহ শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩০, ২০১৪ ২:০০ অপরাহ্ণ

শাহ্ আলম শাহী,দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা সরবরাহ শুরু করেছে খনি কর্তৃপক্ষ। প্রথম ধাপে সারাদেশের ৪২৭টি ইটভাটাসহ ৫৯৪টি প্রতিষ্ঠানে প্রায় ৬০ হাজার মেট্রিক টন কয়লা সোমবার থেকে সরবরাহ করা শুরু হয়েছে।

Shamol Bangla Ads

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭ মাস পর বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষ প্রতিটন কয়লা ১২ হাজার টাকা দরে বিক্রির জন্য সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। এর প্রেক্ষিতে ৪ হাজার ৮০০টি প্রতিষ্ঠান কয়লা ক্রয়ের জন্য আবেদনপত্র জমা দেয়। এতে কয়লার চাহিদা দাড়ায় প্রায় ৭ লাখ টন। কিন্তু খনি কর্তৃপক্ষের নিকট বিক্রিযোগ্য কয়লার মজুদ মাত্র ৬০ হাজার টন থাকায় কয়লা পাওয়ার জন্য বিভিন্ন প্রকার তদবির শুরু হয়। তবে খনি কর্তৃপক্ষ সকল প্রকার তদবির উপেক্ষা করে বিক্রয়যোগ্য কয়লার মজুদ অনুযায়ী গত ২৪ ডিসেম্বর পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার সকল ইটভাটাসহ দিনাজপুর জেলার ইটভাটাগুলোকে অগ্রাধিকার দিয়ে সারাদেশের ৫৯৪টি প্রতিষ্ঠানের প্রতিটিকে ১০০ টন হিসেবে ৫৯ হাজার ৪০০ টন কয়লা বরাদ্দ দিয়ে খুদে বার্তার(এসএমএস) মাধ্যমে তা জানিয়ে। প্রথম ধাপে বরাদ্দ পাওয়া ৫৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ইটভাটা ৪২৭টি, বয়লার চালিত শিল্প কারখানা ৩০টি এবং সরবরাহকারী (ট্রেড লাইসেন্সধারী) ১৩৭টি প্রতিষ্ঠান রয়েছে বলে খনি কর্তৃপক্ষ জানায়। এরমধ্যে দিনাজপুর জেলায় ১৬০টি, রংপুর জেলায় ৫৭টি এবং বগুড়া জেলার ৪০টি প্রতিষ্ঠান রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সহ বরাদ্দের বিপরীতে বিভিন্ন ব্যাংকে টাকা জমার বিষয়টি নিশ্চিত হয়ে ক্রেতাদের নিকট খনি কর্তৃপক্ষ ডিও (ডেলিভেরি অর্ডার) লেটার দেওয়া শুরু করে গত রোববার এবং গতকাল বিকেল থেকে কয়লা সরবরাহ করা হচ্ছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান ও মহাব্যবস্থাপক (প্রশাসন, অর্থ ও হিসাব) একেএম সিরাজুল ইসলাম ক্রেতাদের নিকট কয়লা সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ১০মে খনি ভূ-গর্ভে ১২০৫ নম্বর কোলফেজে অস্বাভাবিক পানি প্রবাহের ফলে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। পাশর্^বর্তী বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে জ¦ালানি সংকট এড়াতে জুন মাস থেকে খোলাবাজারে কয়লা বিক্রি বন্ধ করে দেয় খনি কর্তৃপক্ষ। পরবর্তীতে ১২১২ নম্বর কোলফেজ উন্নয়ন করে গত ১৫ নভেম্বর পরীামুলকভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়। ৩০ নভেম্বর থেকে খনিতে পূর্ণমাত্রায় (সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টন) কয়লা উৎপাদনে যায়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!