শাহ্ আলম শাহী,দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা সরবরাহ শুরু করেছে খনি কর্তৃপক্ষ। প্রথম ধাপে সারাদেশের ৪২৭টি ইটভাটাসহ ৫৯৪টি প্রতিষ্ঠানে প্রায় ৬০ হাজার মেট্রিক টন কয়লা সোমবার থেকে সরবরাহ করা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭ মাস পর বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষ প্রতিটন কয়লা ১২ হাজার টাকা দরে বিক্রির জন্য সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। এর প্রেক্ষিতে ৪ হাজার ৮০০টি প্রতিষ্ঠান কয়লা ক্রয়ের জন্য আবেদনপত্র জমা দেয়। এতে কয়লার চাহিদা দাড়ায় প্রায় ৭ লাখ টন। কিন্তু খনি কর্তৃপক্ষের নিকট বিক্রিযোগ্য কয়লার মজুদ মাত্র ৬০ হাজার টন থাকায় কয়লা পাওয়ার জন্য বিভিন্ন প্রকার তদবির শুরু হয়। তবে খনি কর্তৃপক্ষ সকল প্রকার তদবির উপেক্ষা করে বিক্রয়যোগ্য কয়লার মজুদ অনুযায়ী গত ২৪ ডিসেম্বর পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার সকল ইটভাটাসহ দিনাজপুর জেলার ইটভাটাগুলোকে অগ্রাধিকার দিয়ে সারাদেশের ৫৯৪টি প্রতিষ্ঠানের প্রতিটিকে ১০০ টন হিসেবে ৫৯ হাজার ৪০০ টন কয়লা বরাদ্দ দিয়ে খুদে বার্তার(এসএমএস) মাধ্যমে তা জানিয়ে। প্রথম ধাপে বরাদ্দ পাওয়া ৫৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ইটভাটা ৪২৭টি, বয়লার চালিত শিল্প কারখানা ৩০টি এবং সরবরাহকারী (ট্রেড লাইসেন্সধারী) ১৩৭টি প্রতিষ্ঠান রয়েছে বলে খনি কর্তৃপক্ষ জানায়। এরমধ্যে দিনাজপুর জেলায় ১৬০টি, রংপুর জেলায় ৫৭টি এবং বগুড়া জেলার ৪০টি প্রতিষ্ঠান রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সহ বরাদ্দের বিপরীতে বিভিন্ন ব্যাংকে টাকা জমার বিষয়টি নিশ্চিত হয়ে ক্রেতাদের নিকট খনি কর্তৃপক্ষ ডিও (ডেলিভেরি অর্ডার) লেটার দেওয়া শুরু করে গত রোববার এবং গতকাল বিকেল থেকে কয়লা সরবরাহ করা হচ্ছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান ও মহাব্যবস্থাপক (প্রশাসন, অর্থ ও হিসাব) একেএম সিরাজুল ইসলাম ক্রেতাদের নিকট কয়লা সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ১০মে খনি ভূ-গর্ভে ১২০৫ নম্বর কোলফেজে অস্বাভাবিক পানি প্রবাহের ফলে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। পাশর্^বর্তী বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে জ¦ালানি সংকট এড়াতে জুন মাস থেকে খোলাবাজারে কয়লা বিক্রি বন্ধ করে দেয় খনি কর্তৃপক্ষ। পরবর্তীতে ১২১২ নম্বর কোলফেজ উন্নয়ন করে গত ১৫ নভেম্বর পরীামুলকভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়। ৩০ নভেম্বর থেকে খনিতে পূর্ণমাত্রায় (সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টন) কয়লা উৎপাদনে যায়।
