ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে কলেজ ছাত্রীকে অপহরণ করতে গিয়ে সুরুজ আলী (৩০) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৩০ ডিসেম্ব্র মঙ্গলবার সকালে উপজেলার তিনানী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সুরুজ আলী উপজেলার বাতিয়া গাও গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মালিঝিকান্দা দেবোত্তরপাড়া গ্রামের মকবুল হোসেনের কন্যা তিনানী আদর্শ ডিগ্রী কলেজের ছাত্রী মঙ্গলবার সকালে সকাল ৯টায় মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় পাঠাগারে কম্পিউটার প্রশিক্ষণের জন্য আসলে তিনানী বাজার থেকে সুরুজ আলীর নেতৃত্বে ৪/৫জন বখাটে ওই কলেজ ছাত্রীকে জোর পূর্বক সিএনজিতে উঠানোর চেষ্টা করে। পথচারীরা ঘটনাটি বুঝতে পেরে তাদের আটকের চেষ্টা করলে বখাটেরা সটকে পড়ে। কিন্তু মুল হোতা সুরুজ আলী পথচারীর হাতে আটক হয়। পরে থানা পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা হয়েছে।
