ঝালকাঠি প্রতিনিধিঃ নিয়মতান্ত্রিকভাবে রাজনৈতিক দলের কর্মকান্ডকে শক্তিশালী করার লক্ষে ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার সকালে স্থানীয় সানাই কমিউনিটি সেন্টারে ডেমোক্রেসি ওয়াচ ইন্টার ন্যাশনাল এর সহযোগিতায় আয়োজিত সম্মেলনে শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহআলম।সম্মেলনে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির, আওয়ামীলীগ নেত্রী ইসরাত জাহান সোনালী, তরুন কর্মকার প্রমুখ আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।
