কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ- ঝালকাঠির কাঠালিয়ায় সড়ক দূর্ঘটনায় পা হারানো দরিদ্র স্কুল ছাত্র মাহিমের চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। মাহিম বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালোর ২য় তলার ১০ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য বাম পা কেটে ফেলেন। চিকিৎসকরা জানিয়েছেন, মাহিমকে সুস্থ করতে প্রচুর অর্থের প্রয়োজন। অস্টম শ্রেনীতে পড়–য়া মেধাবী দরিদ্র এ ছাত্রটির পিতা মোঃ বাবুল সরদার এর পক্ষে ছেলের চিকিৎসা ব্যায় বহন করা সম্ভব নয়। তার পরে আবার মাহিমের স্বাবিক চলাফেরার জন্য কৃত্রিম পার প্রয়োজন এ অর্থ জোগার করা বাবুল সরদারের কাছে স্বপ্নের মত। উলে¬খ্য যে, কাঠালিয়ার লতাবুনিয়া গ্রামের দিন মজুর মোঃ বাবুল সরদারের ছেলে মোঃ মাহিম (১৩) রাজাপুর-কাঠালিয়া সড়কের ফকির বাড়ি মোড়ে গত ১২ এপ্রিল সকাল ৮ টায় মটর সাইকেল ও ট্রলার টেম্পুর সাথে সংর্ঘষে গুরুতর আহত হয়। সে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেনীর স্কুল ছাত্র । মাহিম কে মূমুর্ষ অবস্থায় বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তার বাম পা টি কেটে ফেলা হবে বলে পরিবারের সদস্যদের কাছে জানান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতারে ভর্তি করলে তার বাম পা টি কেটে ফেলা হয়। মাহিমের চিকিৎসা ও কৃত্রিম পা সংযোজনের জন্য পরিবারের পক্ষ থেকে সমাজের বৃত্তবানদের কাছে তার বাবা মোঃ বাবুল সরদার সাহায্যের জন্য আবেদন জানান। সাহায্যে পাঠানোর ঠিকানা এইচ এম নাসির উদ্দিন হিসাব নং ৭১ রুপালী ব্যাংক কাঠালিয়া উপজেলা শাখা। ০১৭৮০২২৪৫৮৯, ০১৭১২৭১৫৬৩৭ মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
