ঝালকাঠি প্রতিনিধি : ‘আমরা সবাই মানবসেবী, মানবতা বোধে বিশ্বাসী’ শ্লোগানকে সামনে রেখে এবং আর্ত মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহনের মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। এ উপলক্ষে ৮ মে সকালে রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গন থেকে শহরে ‘শান্তি র্যালি’ বের হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর একই স্থানে গিয়ে তা শেষ হয়। র্যালিতে রেড ক্রিসেন্ট কর্মকর্তা, আজীবন সদস্য, যুব রেড ক্রিসেন্টের সদস্য-সদস্যা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী, এনজিও প্রতিনিধি, সংস্কৃতিকর্মী, শিক্ষক ও ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
এছাড়া রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। পরে ইউনিট চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু এতে সভাপতিত্ব করেন। ইউনিটের সাবেক সেক্রেটারি ও আজীবন সদস্য হেমায়েত উদ্দিন হিমু, জুনিয়র সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন, যুব রেডক্রিসেন্টের ইউনিট লিডার জেরিন জিনিয়া চৈতি প্রমুখ বক্তব্য রাখেন।
