ads

সোমবার , ৫ মে ২০১৪ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানবসেবার ব্রত নিয়ে কাজ করছেন তরুণ অ্যাড. নূরুদ্দীন মিয়াজী বুলবুল : তাপস চন্দ্র সরকার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৫, ২০১৪ ৬:৫০ অপরাহ্ণ

Ad. Bolbol Picঅ্যাড. মোঃ নূরুদ্দীন মিয়াজী বুলবুল কুমিল্লা বারের একজন খ্যাতিমান তরুণ আইনজীবী। ২০০৯ সনের ২৪ মে আইনজীবী হিসেবে কুমিল্লা বারে যোগদান করেন। বুলবুল একজন আইনজীবী নন, তিনি একজন কবি ও তরুণ সমাজসেবক।
তিনি ১৯৭৪ সনের ৩০ সেপ্টেম্বর চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সহদেবপুর উইনিয়নের সিঙ্গুয়া গ্রামে মিয়াজী বাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম হাজী মো: জয়নুল আবেদীন ও মাতা মোসাম্মৎ মাজেদা বেগম এর ঘর আলোকিত করে এ তরুণ আইনজীবী জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম হাজী মোঃ জয়নূল আবেদীন ছিলেন পেশায় একজন শিক্ষক। তিনি সুনামের সাথে ফরিদপুর সরকারী মুখবধির বিদ্যালয়ে একটানা ৩৬ বৎসর চিত্রশিল্পী হিসেবে চিত্র শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি শিল্পাচার্য জয়নুল আবেদীনের অত্যন্ত কাছের সহকর্মী ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি একজন লেখক মুক্তিযোদ্ধা হিসেবে নিষ্ঠার সাথে লেখনী ধারণ করেন। ওনার লেখা নাটক বিপ্লবী মুজিব তৎকালীন সময়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। এ ছাড়া তাঁর লেখা নাটক বিজয় নিশান, কষাঘাত, ভাগ্যলিপি, চাঁদের মেয়ে পাঠকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। এড. বুলবুল এর মাতা মোসাম্মৎ মাজেদা বেগম ছিলেন পেশায় একজন গৃহিনী এবং সমাজ হিতৌষী পরোপকারী রাজনীতি সচেতন নারী।
পিতার চাকুরীর সুবাদে এডভোকেট মোঃ নুরুদ্দীন মিয়াজী বুলবুল এর শৈশব কাটে চাঁদপুর জেলার ফরিদপুরে। ফরিদপুরের রাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অ্যাড. বুলবুল ১ম শ্রেণীতে ভর্তি হন। ১ম শ্রেণীতে পড়াশুনা অবস্থায় বুলবুল বায়না ধরতেন নানার বাড়ীতে গ্রামে পড়াশুনা করবেন। সন্তানের বায়না রাখতে গিয়ে তাঁকে নিয়ে আসা হয় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর নানার বাড়ীতে। সেখানে দোল্লাই নবাবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করানো হয়। অত:পর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা শেষে দোল্লাই নবাবপুর আহ্সান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। দোল্লাই নবাবপুর আহ্সান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের দলনেতা হিসেবে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্তস্কাউটিং এর নেতৃত্ব দেন এ তরুণ আইনজীবী। তিনি (বুলবুল) লোকাল স্কাউট সমাবেশ, জেলা স্কাউট সমাবেশ, বিভাগীয় স্কাউট সমাবেশ, সর্বোপরি ৩য় বাংলাদেশ জাতীয় জাম্বুরীতে মৌচাক গাজীপুরে অসংখ্য সনদপত্র সহ বিতর্ক প্রতিযোগিতার সনদপত্র অর্জন করেন।
অ্যাড. বুলবুল দোল্লাই নবাবপুর ডিগ্রী কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও মানবিক বিভাগে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে অনার্সসহ মার্ষ্টাস ডিগ্রী লাভ করেন। পড়াশুনা শেষে তিনি কিছুদিন অধ্যাপনা পেশায় নিয়োজিত ছিলেন। পরবর্তীতে ঐতিহ্যবাহী কুমিল্লা আইন কলেজ থেকে এল.এল-বি ডিগ্রী লাভ করেন। তিনি ২০০৮ সালে বাংলাদেশ বার কাউন্সিল এর সনদ পরীক্ষায় উর্ত্তীণ হয়ে ২০০৯সালের ১৪ মে বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য তালিকাভুক্ত হন এবং ২০০৯ সনের ২৪ মে কুমিল্লা বারে আইন পেশায় যোগদান করেন। তিনি শিক্ষাজীবনে ছাত্ররাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন এবং স্কুল জীবনে স্কুল শাখা ছাত্রলীগের সভাপতি, কলেজ জীবনে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, বিশ্ববিদ্যালয় জীবনে ডির্পাটমেন্টাল প্রেসিডেন্ট পাশা-পাশি চান্দিনা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, পরবর্তীতে সদস্য সচিব। সর্বোপরি উপজেলা ছাত্রলীগের প্রেডিসেন্ট নির্বাচত হন। ছাত্ররাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে তিনি অনেকবার কারা বরণ করেছেন। এ ছাড়াও প্রতিপক্ষের বহু হামলা-মামলায় তিনি র্নিযাতিন হয়েছেন। অ্যাড. বুলবুল ২০০৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্ত্রী ফারহানা জাহান লিজা একজন গৃহিনী। বর্তমানে তিনি ২ কন্যা সন্তানের জনক।
তিনি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনাকালীন রোভার কাউটিং এ সিনিয়র রোভারমেন্ট হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বহু সনদ অর্জন করেছেন। এ ছাড়াও তিনি ঢাকা লোকনাট্য দল, স্নোত নাট্য গোষ্ঠীতে বহু নাটকে অভিনয় করে সুনাম অর্জন করেছেন এবং দি হাংগার প্রজেক্টেটের ১৮৮তম ব্যাচের একজন সফল উজ্জীবক। তিনি সুজন, এপ্রেক্স ক্লাব ও নজরুল একাডেমীর সদস্য। দীর্ঘ ৩৫ বৎসর যাবত কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নাটিঙ্গী গ্রামের মিয়াজী মঞ্জিল এ অ্যাড. নুরুদ্দিন মিয়াজী বুলবুল বসবাস করছেন। অদূর ভবিষ্যতে তাঁর পৈত্রিক ভিটাবাড়ীতে তাঁর মায়ের নামে “মাজেদা আবেদীন ফাউন্ডেশন” তৈরী করারও প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমানে তিনি (অ্যাড. বুলবুল) বঙ্গবন্ধু যুব আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সত্যতা ও নিষ্ঠার সাথে আইন পেশায় নিয়োজিত রেখে সর্বজন প্রশংসিত অ্যাড. নুরুদ্দিন মিয়াজী বুলবুল। মানব সেবার ব্রত নিয়ে নিজেকে উৎসর্গ করার প্রয়াস এ তরুণ আইনজীবী’র।
লেখক : সাংবাদিক ও সংগঠক।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!