ইয়ানুর রহমান, যশোর : নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে শার্শার পলী থেকে পুলিশ এক জামায়াত কর্মীকে আটক করেছে।

শার্শা থানা পুলিশের ওসি জানান, নাশকতা সৃষ্টির লক্ষে ভারত হতে অস্ত্র গুলি মজুদ করছে বলে এক অভিযোগের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য এসআই বায়েজিদ শার্শার রুদ্দ্রপুর গ্রামে নিজ বাস ভবন থেকে রবিবার রাত সাড়ে ৮টায় অভিযান চালিয়ে আমিন উদ্দিনের পুত্র জামায়াত কর্মী নাজমুল হোসেনকে আটক করা হয়।
থানা পুলিশের এসআই মোরাদ বলেন, আটক জামায়াত কর্মী নাজমুল হোসেনের নাশকতা সৃষ্টির মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।
